August 12, 2009

জামাল গুলের ভুশি

জামাল গুলের ভুশি
খেয়ে সবাই খুশি
সে যে চির গোমরা মুখে ফুটায় হাসি

হয় না
হাগা হয় না
এই যন্ত্রনা প্রানে সয় না
টয়লেটে
ঘন্টার পর ঘন্টার পর ... ঘন্টা বসে থেকে
রাগে ফুসি
রাগে ফুসি
ক্রোধে ফুসি
বউ এসে বললো, খাও না কেন জামাল গুলের ভুশি?

জামাল গুলের ভুশি

কোন কাজ হয় না যখন টেবলেট কেপসুল চুষি
একমাত্র কাজ হয় খেলে জামাল গুলের ভুশি

সারা দিন কাজের শেষে বাসায় ফিরে আসি
রাতের খানার পর খেতে হয় জামাল গুলের ভুশি

ই ই ই লা লা লা ও ও ও হা হা হা

জামাল গুলের ভুশি
খেয়ে সবাই খুশি
সে যে চির গোমরা মুখে ফুটায় হাসি
বাজে বাশি
রাশি রাশি
ভালোবাসি
জামাল গুলের ভুশি

ও হো





Get this widget | Track details | eSnips Social DNA

August 11, 2009

ছাগল দিয়ে হালচাষ

অজস্র ছাগলের ভিড়ে যখন শ্বাস বন্ধ হয়ে আসে বোঁটকা গন্ধে আর অর্থহীন ম্যা ম্যা চিৎকারে, তখন অস্ত্র হয় গিটার, তখন অস্ত্র হয় কণ্ঠ, তখন অস্ত্র হয় হৃদয়। বুকের গহীন গোপন থেকে উঠে আসে সুর আর কথা।

আর এভাবেই সৃষ্ট হয় গান। ছাগুদের নিয়ে গান।

মন দিয়ে শোনেন। কান খুলে। মন খুলে। নিজেকে উজাড় করে শুনুন আমাদের প্রথম অ্যালবামের সব বিটা রিলিজ।

PEACE!